হাকিমপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

হাকিমপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

28 September, 2025 | সময়: 10:25 pm

দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১ নং খট্রা-মাধবপাড়া ইউনিয়নের (সাবেক চেয়ারম্যান) কাওছার রহমানকে নিয়ে স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। চেয়ারম্যান পদে পুনরায় অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করায় ইউনিয়নবাসী বিক্ষোভে ফুপে উঠে। কাওছার রহমান উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে শতশত মানুষ মিছিল করে ও সরাসরি প্রতিবাদ জানিয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া ইউনিয়নবাসীরা বলেন, তারা কাওছারকে কখনোই বৈধ চেয়ারম্যান হিসেবে মানতে পারবেন না, কেননা তাদের দাবি, তিনি কারচুপি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং দীর্ঘদিন পলাতক থাকার পর এখন শান্তিপূর্ণভাবে পরিষদে বসার চেষ্টা করছেন।

বিক্ষোভ সমাবেশে স্থানীয় গণ্যমান্যরা বলেছেন, পরিস্থিতি শান্তিপূর্ণ রেখেই সরকারের কাছে অভিযোগ পাঠানো হবে এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থা করা হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।