ফুলবাড়ীর সীমান্তে পূজা মণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি।

ফুলবাড়ীর সীমান্তে পূজা মণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরেই ধারাবাহিকতায় দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের দায়িত্বপুর্ন এলাকায় পূঁজামন্ডবের নিরাপত্তায় ১২প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ বডার গাড( বিজিবি) রংপুর রিজিয়ন কমান্ডার ব্রেগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান এসজিপি বলেছেন শারদীয় দূর্গাপূজা আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান। এই উৎসবে সকল হিন্দু সম্প্রদায় যাতে করে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে উৎযাপন করতে পারে সেই জন্যে বিজিবি সর্বদা বদ্ধ পরিকর। আমরা পূজা মন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করেছি।
তিনি রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রংপুর সদর ব্যাটালিয়ন ও ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে উপরোক্ত কথা বলেন।
রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি পূঁজামন্ডব পরিদর্শনকালে পূজা মণ্ডপের পুরোহিত, সভাপতি, সম্পাদক, দর্শনার্থী এবং দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
জানাগেছে, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে ২ কিলোমিটারের মধ্যে ৪টি এবং সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে ৫০টি পূজা মণ্ডপসহ সীমান্ত এলাকায় মোট ৫৪টি পূজা মণ্ডপের আইন শৃঙ্খলা রক্ষার্থে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবি টহল দলগুলো এসব পূজা মণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।
রংপুর রিজিয়ন কমান্ডার ব্রেগেডিয়ার এসএম জাহিদুর রহমানের সাথে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (লজিস্টিক) লেঃ কর্নেল মোহাম্মদ নাহিদ হোসেন, পিএসসি, পরিচালক অপারেশন লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক, পিএসসি, ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বারসহ বিজিবির পদস্থ কর্মকর্তাগণ।।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।