পার্বতীপুরে বিএনপির ১৩৮ পুজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

পার্বতীপুরে বিএনপির ১৩৮ পুজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

30 September, 2025 | সময়: 8:04 pm

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলা বিএনপি ১৩৮টি শারদীয় দুর্গাপূজা ম-প পরিদর্শন ও পূজা মন্ডপে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাবেক সাংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক এর পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান প্রদান করেন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের তেলকল পুজামন্ডপে পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক।

উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে পূজাম-প পরিদর্শন ও পূজাম-প কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে স্থানীয় বিএনপির সিনিয়র নেতারা এ আর্থিক সহায়তা তুলে দেন।

এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি এজেডএম মেনহাজুল হক বলেন, পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাবেক সাংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক এর নির্দেশে আপনাদের মাঝে এই উপহার তুলে দিচ্ছি। বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলো, আছে ও থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহম্মেদ, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান চাঁদ আলী, মো: আবু এহিয়া, সাবেক ভিপি সোহেল মারুফ স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক যুবায়ের হোসেন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: হান্নান আশরাফি প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল আজিজ পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত হোসেন, পৌর বিএনরি সদস্য রুবায়েত কবির রুপক, যুবনেতা মশিউর রহমান ও হাসান আলী। এছাড়াও বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।