দিনাজপুরে রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত

দিনাজপুরে রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত

30 September, 2025 | সময়: 9:05 pm

দিনাজপুর প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী তিথি উপলক্ষে দিনাজপুরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন আশ্রমে শনিবার সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। পূজা-অর্চনা, ভক্তিমূলক গান, আরতি ও নানা কর্মসূচি ঘিরে আশ্রম প্রাঙ্গণে ভক্ত-শুভানুধ্যায়ীদের ঢল নামে।

এ বছর দেবীরূপে মনোনীত হন দিনাজপুর শহরের ৭ বছর বয়সী কন্যাশিশু মধুশ্রী গাঙ্গুলী। সকাল ৯টায় তাঁকে দেবী সাজিয়ে পূজা-অর্চনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরবর্তীতে আরতি, পাঠ ও ভক্তিমূলক পরিবেশনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।

আশ্রম সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও মহাষ্টমীর কুমারী পূজা দিনাজপুরে দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে। এসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো নারী-পুরুষ ভক্ত ও পূজারী উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত স্বামীজিরা বলেন, “কুমারী পূজার মাধ্যমে মাতৃশক্তির প্রতীকী রূপকে জাগ্রত করা হয়। এটি কেবল ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং নারী শক্তির প্রতি শ্রদ্ধা ও সম্মানের বহিঃপ্রকাশ।”

পূজা পরিচালনা করেন সঞ্চয় চক্রবর্তী। দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ জানান, এ ধরনের আয়োজন সমাজে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দিনাজপুরের রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজাকে ঘিরে সর্বত্র বিরাজ করেছিল উৎসবের আমেজ। ভক্তির মহাসাগরে ভাসতে দেখা গেছে পূজামণ্ডপ প্রাঙ্গণকে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।