পার্বতীপুরে হচ্ছে আরও একটি নতুন রেলওয়ে লোকোমোটিভ কারখানা

পার্বতীপুরে হচ্ছে আরও একটি নতুন রেলওয়ে লোকোমোটিভ কারখানা
দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আদলে নির্মিত হচ্ছে আরও একটি নতুন রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা। বর্তমানে সি এল ডাব্লু-১ এর কার্যক্রম চলমান রয়েছে এবং একই আদলে সি এল ডাব্লু-২ নির্মিত হবে।
নতুন করে আরও একটি কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা নির্মানের জন্য ইতোমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা অনেকটাই এগিয়ে গেছে। সম্ভবত আগামী ২০২৭ সালে এই কারখানা নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। সেই সঙ্গে বিদ্যমান কারখানার আধুনিকায়নের কাজও করা হবে।
জানা গেছে, পার্বতীপুরের রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আবাসিক এলাকায় আনুমানিক ২৫ একর জায়গায় উপরে আরো একটি নতুন রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা নির্মান করা হবে। কারখানাটি পূর্বের কারখানার আদলেই নির্মিত হবে। শুধু তাই নয় দু,টি কারখানাতেই একই ধরনের কাজ হবে।
অর্থাৎ লোকোমোটিভের জিওএইচ, বিশেষ মেরামত, রিলিফ ট্রেন মেরামতসহ বিভিন্ন ধরনের কাজ। সেই সঙ্গে আধুনিকায়ন করা হবে বিদ্যমান কারখানার। কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য নতুন করে নির্মিত হবে আধুনিক মানের বহুতল বিশিষ্ট বিল্ডিং। সব মিলিয়ে এ কাজে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে প্রায় ২৯শ’ কোটি টাকা।
লক্ষ্মীপুরে সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর পোড়া বাড়িতে ফের আগুন দিল বিক্ষুব্দ জনতা
জানা যায়, বাংলাদেশ রেলওয়ের মিটার গেজ ও ব্রড গেজ মিলে লোকোমোটিভ (ইঞ্জিন) রয়েছে ৩০৬টি। এর মধ্যে প্রতি বছরে ৫১টি করে লোকোমোটিভ ওভার হোলিং করা প্রয়োজন। কিন্তু ওভার হোলিং করা হয় মাত্র ২১টি লোকোমোটিভের এবং তা করা হয় পার্বতীপুর রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায়।
নতুন কারখানা নির্মিত হলে ওভার হোলিং এর পরিমাণ দ্বিগুণেরও বেশি হবে। শুধু তাই নয় সব কাজেরই পরিমাণ বেড়ে যাবে। নতুন কারখানায় ৬৬৬ জন সহ মোট ৭৫০ জন কর্মকর্তা কর্মচারী কাজের সুযোগ পাবেন।
ঢাকা রেল ভবনে (রেলওয়ে মন্ত্রণালয়) কর্মরত বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) মো. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পার্বতীপুরে আরও একটি নতুন রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা নির্মানের বিষয়টি নিশ্চিত করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যমান কারখানার আদলে নতুন করে আরও একটি কারখানা নির্মিত হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।