বিরলে কড়া সমপ্রদায়ের এইচএসসি পড়ুয়া কন্যার পাশে দাড়ালো প্রশাসন

বিরলে কড়া সমপ্রদায়ের এইচএসসি পড়ুয়া কন্যার পাশে দাড়ালো প্রশাসন

1 October, 2025 | সময়: 9:31 pm

বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কড়া সমপ্রদায়ের একমাত্র এইচএসসি পড়ুয়া কন্যার পাশে দাড়ালো জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।

বুধবার সকালে বিরল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বইসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ, এইচএসসি ১ম বর্ষের ছাত্রী গীতা কড়া এর গর্বিত পিতা কৃষ্ণ কড়া, মাতা বাবলী কড়া, প্রথম আলো দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু, বাসদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কিবরিয়া হোসাইন,বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, বিরল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান শ্যামনাথ মার্ডি, সাধারণ সম্পাদক মজেশ মরমু, ক্যাশিয়ার গিরেন ঋশি উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ হতে এইচএসসি ১ম বর্ষের ছাত্রী গীতা কড়া এর পড়ালেখা এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার কথা ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, সারাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কড়া সমপ্রদায়ের ৩৩ টি পরিবারের মধ্যে বিরল উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের হালজায় কড়াপাড়া গ্রামে ২৯ টি পরিবার বসবাস করে আসছে।

এই পরিবারগুলোর মধ্যে গীতা কড়া এসএসসি-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সার্বক্ষণিক এ সম্প্রদায়ের মানুষের বিভিন্ন বিপদে-আপদে পাশে থাকার এবং সেবা দিয়ে যাওয়ার নিরলসভাবে চেষ্টা চালিয়ে আসছে।

এ সহযোগিতাগীতা শুধু গীতা কড়াকে নয় সমস্ত কড়া সম্্রপদায়সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে উৎসাহ যোগাবে বলে মনে করা হচ্ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।