ফুলবাড়ীতে শত বছরের ঐতিহ্যবাহী দূর্গাপূজা মেলা

ফুলবাড়ীতে শত বছরের ঐতিহ্যবাহী দূর্গাপূজা মেলা

2 October, 2025 | সময়: 4:46 pm

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : বাঙ্গালী হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই উৎসবকে আরো একধাপ বাড়ীয়েদেয় দিনাজপুরের ফুলবাড়ীর শতবছরের ঐতিহ্যবাহী দূর্গাপুজা মেলা।

প্রতি বছরের ন্যায় দূর্গাপূঁজা উপলক্ষে বৃহস্পতিবার শাখা যমুনা নদির কোলঘেষে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে বসেছিল ‘দুর্গাপূজা মেলা’।
উপজেলা পূজা উদ্যাপন কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী আনান্দ কুমার গুপ্তা বলেন, এই দুর্গাপূজা মেলাটি ফুলবাড়ীর হাজার বছরের ঐতিহ্যবাহী মেলা। এ মেলায় ফুলবাড়ীসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ভক্তরা এ আসেন।

মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, আশপাশের বিভিন্ন পূঁজামন্ডব থেকে দূর্গা প্রতিমা গুলো মেলায় শারিবদ্ধ ভাবে সাজিয়েছেন, প্রতিমা দর্শন ও বিষূজনের জন্য বিভিন্ন বয়সের দর্শনার্থীদের পদচারণে মুখরিত মেলা প্রাঙ্গণ।

শাঁখা, সিঁদুর, চুড়ি, মালা দুল ছাড়াও রামায়ণ, মহাভারতসহ হিন্দু ধর্মের নানা বিষয়ের ওপরে লেখা বই, শিশুদের খেলনা, মিঠাই মিষ্টান্নসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাহারি খাবার, ফুল ও বিভিন্ন প্রকার মৌসুমি ফলের পসরা নিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। এ ছাড়া মেলায় এসেছে ঘরের শোভাবর্ধনের নানা উপকরণ।

এদিকে দূর্গাপূঁজা উপলক্ষে মেলা বসলেও বিভিন্ন ধর্মের মানুষ মেলায় এসেছে। মেলার আয়োজকরা বলছেন, দুর্গাপূজা উপলক্ষে মেলা বসলেও, এ মেলায় সকল ধর্মের মানুষের পদচারনায় মুখরিত হয়ে উঠে এ কারনে এ মেলাটি সর্বজনীনতার রূপ পেয়েছে।

মেলায় আগন্তুক ষাটউর্দ্ধ বয়সী কফিল উদ্দিন বলেন, তিনি শিশুকাল থেকে তার বাবার হাত ধরে এ মেলায় আসা শুরু করেছেন। এখনো আসছেন, সুধু কফিল উদ্দিনেই নয়, এ এলাকার সব ধর্মের মানুষ শিশুসন্তানদের নিয়ে মেলায় এসেছেন।

এদিকে মেলার নিরাপত্তায় পুলিশ ও আনসার নিয়োগ করা হয়েছে। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী বলেন, মেলার প্রতিমা ও দর্শনার্থীদের নিরাপত্তার সার্থে পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের ও ভ্রাম্যমান আদালতের টহল টিম দেয়া হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।