সিরাজগঞ্জে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত

সিরাজগঞ্জে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক কিশোরের (১৫) নিহত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথে উল্লাপাড়ার ঘাটিনা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঘাটিনা সেতু এলাকায় পৌঁছলে ছাদের ওপর থেকে অজ্ঞাত পরিচয় ওই কিশোর পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উল্লাপাড়া কাওয়াক মোড় এলাকায় উপজেলা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
আরও পড়ুন: খুলনায় গলায় গামছা প্যাঁচানো যুবকের মরদেহ উদ্ধার
ওসি আরও বলেন, আমরা নিহত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, কিশোরের বয়স ১৪ থেকে ১৫ বছর হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।