অজ্ঞাত বেলুনের কারণে লিথুয়ানিয়ার প্রধান বিমানবন্দর বন্ধ

অজ্ঞাত বেলুনের কারণে লিথুয়ানিয়ার প্রধান বিমানবন্দর বন্ধ
একাধিক অজ্ঞাত বেলুন দেখা যাওয়ায় লিথুয়ানিয়ার প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (৫ অক্টোবর) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তবে এসব সন্দেহভাজন বেলুন কোথা থেকে এসেছে, তা জানানো হয়নি।
সম্প্রতি পোল্যান্ড, জার্মানি, ডেনমার্ক ও নরওয়ের বিমানবন্দরগুলোরে অজ্ঞাত ড্রোনের কারণে অনেক ফ্লাইট স্থগিত হয়েছে। রোমানিয়া ও এস্তোনিয়া এ জন্য রাশিয়ার দিকে আঙুল তুলেছে। যদিও রাশিয়া অভিযোগ অস্বীকার করেছে।
ভিলনিয়াস বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার স্থানীয় সময় রাত ১০টা ১৬ মিনিটে তারা তথ্য পেয়েছে। এরপর এয়ার ট্রাফিক সাময়িকভাবে স্থগিত করা হয়। তথ্য অনুযায়ী, সিদ্ধান্তটি সম্ভবত একাধিক বেলুনের কারণে নেওয়া হয়েছে।
এদিকে, বেলুনের কারণে কমপক্ষে ১০টি ফ্লাইটের ওপর এর প্রভাব পড়েছে। লন্ডন, ফ্রাঙ্কফুর্ট এবং ভিয়েনাসহ বেশ কয়েকটি দেশের বিমান লাটভিয়ার রাজধানী রিগায় রুট পরিবর্তন করা হয়েছে।
ভিলনিয়াস বিমানবন্দর জানায়, কোপেনহেগেন থেকে আগত একটি ফ্লাইট বোধ্য হয়ে ফিরে যেতে হয়েছে।হেলসিংকি যাওয়ার একটি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যান্য বিমানও বিলম্বিত বা বাতিল হতে পারে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।