ভারতে কনস্টেবলের ‘একটি পদের’ বিপরীতে পিএইচডিধারীসহ ১৩ হাজারের আবেদন

ভারতে কনস্টেবলের ‘একটি পদের’ বিপরীতে পিএইচডিধারীসহ ১৩ হাজারের আবেদন
ভারতে খাকি রঙের পোশাক অনেকের কাছে গর্বের প্রতীক, কিন্তু দেশটির মধ্যপ্রদেশের ক্ষেত্রে অস্তিত্বের প্রতীকে পরিণত হয়েছে এটি।
রাজ্যটিতে কয়েক বছরের প্রতীক্ষা শেষে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের ঘোষণা এসেছে। তাতে সাড়া পড়েছে নজিরবিহীন।
মধ্য প্রদেশ স্টাফ সিলেকশন বোর্ডের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কনস্টেবলের সাড়ে সাত হাজার পদের বিপরীতে আবেদন পড়েছে ৯ লাখ ৭৬ হাজার।
এর অর্থ হলো প্রতিটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ হাজার প্রার্থী।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ চাকরিতে আবেদনের ন্যূনতম যোগ্যতা দশম শ্রেণি পাস, কিন্তু আবেদনকারীদের মধ্যে পিএইচডি ডিগ্রিধারী ছাড়াও রয়েছেন প্রকৌশলী, বিভিন্ন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী ও ডিপ্লোমা প্রকৌশলীরা।
এ পদে আবেদন শুরু হয় ১৫ সেপ্টেম্বর, যার শেষ তারিখ ছিল ২৯ সেপ্টেম্বর, কিন্তু বিপুলসংখ্যক আবেদনের কারণে সময়সীমা বাড়িয়ে ৬ অক্টোবর করা হয়।
কর্মকর্তারা জানান, কনস্টেবল পদে নিয়োগের জন্য শারীরিক পরীক্ষার পর ৩০ অক্টোবর লিখিত পরীক্ষা নেবে মধ্য প্রদেশ পুলিশ।
সব ঠিক থাকলে আগামী বছরের মে বা জুনের মধ্যে সাত হাজার ৫০০ নতুন কনস্টেবল পাবে রাজ্যটি।
পৌনে ১০ লাখ আবেদনকারীর মধ্যে ৪০ জনের বেশি পিএইচডি ডিগ্রিধারী। এ ছাড়া ১২ হাজারের বেশি প্রকৌশলী রয়েছেন।
এ পদে বেতন সর্বনিম্ন ১৯ হাজার ৫০০ ভারতীয় রুপি থেকে সর্বোচ্চ ৬২ হাজার রুপি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।