দিনাজপুরে ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়নে সেমিনার

দিনাজপুরে ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়নে সেমিনার
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটোরিয়ামে “ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মান উন্নয়নে করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় শহর সমাজসেবা কার্যালয়, দিনাজপুরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন সভাপতিত্ব করেন এবং শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম সঞ্চালনা করেন।
সেমিনারে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল ইসলাম, সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষক, সমাজসেবা কর্মকর্তা ও ক্ষুদ্র ঋণভোগী প্রতিনিধি।
সেমিনারে বক্তারা ক্ষুদ্র ঋণ কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মানোন্নয়ন ও ঋণগ্রহীতাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উপায় নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনার মাধ্যমে ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতা ও সমাজসেবার উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধির ওপর নানা পরামর্শ প্রদান করেন।
প্রধান আলোচক উপপরিচালক আব্দুল মতিন বলেন, “আজকের আলোচনায় উঠে আসা পরামর্শসমূহ ভবিষ্যতে ক্ষুদ্র ঋণ প্রদানের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঋণগ্রহীতাদের প্রশিক্ষণের আওতায় এনে তাদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে হবে, যাতে তারা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারেন।”
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন বলেন, “ক্ষুদ্র ঋণ কেবল একটি অর্থনৈতিক সহায়তা নয়, এটি আত্মনির্ভরতার পথে একটি হাতিয়ার। সমাজসেবা অধিদপ্তরের এই উদ্যোগ সমাজ পরিবর্তনে ইতিবাচক প্রভাব ফেলবে।”
সেমিনারের শেষে অংশগ্রহণকারীদের মতামতের আলোকে ক্ষুদ্র ঋণ ও প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।