নাটোরে ৩ লাখ টাকার স্রোতিজাল পুড়িয়ে ধ্বংস

নাটোরে ৩ লাখ টাকার স্রোতিজাল পুড়িয়ে ধ্বংস

8 October, 2025 | সময়: 5:51 pm

নাটোরের সিংড়ায় তিন লাখ টাকা মূল্যের দু’টি স্রোতিজাল জব্দ করেছে প্রশাসন। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের সিধাখালী বিলে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের দু’টি স্রোতিজাল জব্দ করে প্রশাসন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, স্রোতিজাল দেশীয় মাছের জন্য মারাত্মক হুমকির কারণ। এগুলোর ব্যবহারে মাছের প্রজনন প্রক্রিয়া ধ্বংস হচ্ছে।

আজ দুপুরে উপজেলার সিধাখালী বিলে অভিযান চালানো হয়। এ সময় তিন লাখ টাকা মূল্যের দু’টি স্রোতিজাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।