রাজশাহীর বাঘায় ৪৫ দিনের মধ্যে জন্ম নিবদ্ধন করলে পুরস্কার

রাজশাহীর বাঘায় ৪৫ দিনের মধ্যে জন্ম নিবদ্ধন করলে পুরস্কার

8 October, 2025 | সময়: 5:55 pm

রাজশাহীর বাঘায় ৪৫ দিনের মধ্যে জন্মনিবদ্ধন করলে পুরস্কার দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঘা পৌর প্রশাসক শাম্মী আক্তার এই ঘোষনা দিয়ে কয়েকজনকে জন্ম সনদের সাথে পুরুস্কার দেন।

বাঘা পৌরসভায় ৪৫ দিনের মধ্যে নবজাতকের জন্ম নিবন্ধন সম্পন্ন করায় ১৯ জন অভিভাবকের হাতে সোমবার বিকেলে জন্ম সনদের সাথে বিশেষ উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঘা পৌর প্রশাসক শাম্মী আক্তার। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাঘা পৌরসভার উত্তরগাওপাড়া মহল্লার বর্ষা খাতুন বলেন, আমার সদ্যোজাত শিশুর ১২ দিনের মাথায় পৌরসভায় গিয়ে জন্মনিবন্ধন করা হয়েছে। শিশুর জন্মনিবন্ধন করানোর জন্য পৌর প্রশাসক জন্ম সনদের সাথে পুরস্কার দিয়েছেন।

এ বিষয়ে বাঘা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, জন্মনিবন্ধন একটি গুরুত্বপূর্ণ সনদ। শিশুরা স্কুলে ভর্তি থেকে শুরু করে প্রতিটি কাজে এটা বাধ্যতামূলক। কিন্তু অনেক অভিভাবক জন্মনিবন্ধন করতে গড়িমসি করেন। অভিভাবকদের উপযুক্ত সময়ে জন্মনিবন্ধনে আগ্রহী করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।