দিনাজপুরে সাংবাদিক মাসুদ রেজা হাইয়ের জানাজা ও দাফন সম্পন্ন

দিনাজপুরে সাংবাদিক মাসুদ রেজা হাইয়ের জানাজা ও দাফন সম্পন্ন

8 October, 2025 | সময়: 7:51 pm

স্টাফ রিপোর্টার : দিনাজপুর প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক ও দৈনিক সকালের সময়ের দিনাজপুর প্রতিনিধি মাসুদ রেজা হাই ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ছিল সাংবাদিক মাসুদ রেজা হাই। স¤প্রতি তাকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে সেই হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা করানো হয়। পরবর্তীতে চিকিৎসকরা তার অবস্থার উন্নতি হবে না বলে জানিয়ে দিনাজপুরে নেয়ার পরামর্শ দেন। মঙ্গলবার সকালে সেই হাসপাতাল থেকে রিলিজ নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার দুপুর ১২টায় সাংবাদিক মাসুদ রেজা হাইয়ের মরদেহ নেয়া হয় দিনাজপুর প্রেসক্লাব চত্বরে। সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রেসক্লাব চত্বরেই তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সাংবাদিক মাসুদ রেজা হাইয়ের কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক শাহরিয়ার শহীদ মাহবুব হিরু, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। পরে দুপুর ২টায় বালুবাড়ী লাইনপাড় এলাকার জামে মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুমকে ফরিদপুর গোরস্তানে দাফন করা হয়। আগামী শুক্রবার বাদ আছর মরহুমের বালুবাড়ীস্থ বাসভবনে রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সাংবাদিক মাসুদ রেজা হাইয়ের মৃত্যুতে দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনমতের সম্পাদক এ্যাডঃ বিধান কুমার দেব, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর প্রেসক্লাব (নিমতলা) সভাপতি নুরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন (২৯৩৬) এর সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ ও সাধারণ সম্পাদক আতিউর রহমানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।