রাজশাহীর বাঘা সীমান্তে ১৫৬ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

রাজশাহীর বাঘা সীমান্তে ১৫৬ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

8 October, 2025 | সময়: 9:15 pm

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

বুধবার গণমাধ্যমে পাঠানো রাজশাহী ১ বিজিবির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে বিজিবির আট সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাঘা থানার পুরাকুরিয়া এলাকায় অভিযান চালায়।

এ সময় তারা ১৫৬ কেজি ওজনের কষ্টিপাথরের একটি দুর্লভ মূর্তি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, মূর্তিটির বাজার মূল্য প্রায় এক কোটি ৫৬ লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মূর্তিটি বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করার উদ্দেশ্যেই এখানে আনা হয়েছিল বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। বর্তমানে এটি বিজিবির হেফাজতে রয়েছে।

বিষয়টি তদন্ত ও মূর্তির প্রকৃতি নির্ধারণ করতে সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় চলছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।