কুড়িগ্রামে দুধকুমার নদের পানিতে ভেসে এলো মরা গণ্ডার

কুড়িগ্রামে দুধকুমার নদের পানিতে ভেসে এলো মরা গণ্ডার

8 October, 2025 | সময়: 9:18 pm

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানিতে ভেসে এসেছে একটি মরা গণ্ডার। গণ্ডারটি উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদের চরে আটকা পড়ে। এ সময় মরা গণ্ডারটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।

গত কয়েক দিনের ভারি বর্ষণে ভারতে প্রবল বন্যা দেখা দেয়।

এর ফলে পাহাড় ধস ও বনাঞ্চল তলিয়ে যাওয়ায় দুধকুমার নদ দিয়ে কাঠের গুঁড়ি, মরা গরু, মাছ ও সাপ ভেসে আসছিল। ধারণা করা হচ্ছে, আবাসস্থল তলিয়ে যাওয়ায় বন্যার পানিতে ডুবে মরে গেছে গণ্ডারটি।

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, ‘বুধবার দুপুরের দিকে মরা গণ্ডারের বিষয়টির সংবাদ পাই। পরে কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু যাদু ঘরের কিউরেটর জুয়েল রানা, উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীসহ ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই গণ্ডারটি মারা গেছে।’

কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম বলেন, গণ্ডারটি বড় ও ভারী হওয়ায় অন্যত্র সরানো সম্ভব নয়, তাই গণ্ডারটি যেখানে আছে, ওখানেই গর্ত করে পুঁতে রাখতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলা হয়েছে।

যমুনা সেতু জাদুঘরের কিউরেটর জানান, গণ্ডারটির দেহাবশেষ সংরক্ষণ করা হবে। পরে শিক্ষা ও গবেষণাকাজে ব্যবহার করা হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।