আফগানিস্তানে সোশ্যাল মিডিয়ায় কড়া নিষেধাজ্ঞা

আফগানিস্তানে সোশ্যাল মিডিয়ায় কড়া নিষেধাজ্ঞা

9 October, 2025 | সময়: 11:45 am

আফগানিস্তানে স্মার্টফোন থেকে প্রায় কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মগুলির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এর আগে ২০২২ সালে দেশটিতে টিকটক বন্ধ করে দেওয়া হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইন্টারনেটের উপর দুই দিনের নিষেধাজ্ঞা জারি হয়েছিল আফগানিস্তানে। সামাজিক যোগাযোগমাধ্যমে কুফল আটকাতেই এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন তালেবান মুখপাত্র।

দেশটির অধিকাংশ জায়গায় এখনও ইন্টারনেটের স্পিড অত্যন্ত কম। কিছু জায়গায় ইন্টারনেট অধিকাংশ সময় কাজ করছে না বলে জানিয়েছেন স্থানীয় মানুষ।

কাবুল এবং মাজার-ই-শরিফের বাসিন্দারা জানিয়েছেন, একমাত্র ভিপিএন ব্যবহার করে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারছেন। কিন্তু ইন্টারনেটের গতি কম হওয়ায় অধিকাংশ সময় ভিপিএন-ও ব্যবহার করা যাচ্ছে না।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।