ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে না যেতে সতর্ক ইসরায়েলের

ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে না যেতে সতর্ক ইসরায়েলের
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার হামাস এবং ইসরায়েলের যুদ্ধবিরতি পরিকল্পনার ঘোষণার পর ওই অঞ্চলে বেশ কয়েকটি হামলার খবর দিয়েছে। সংস্থার একজন কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর বলেছেন, ‘গত রাতে গাজায় প্রস্তাবিত যুদ্ধবিরতি কাঠামোর বিষয়ে একটি চুক্তি ঘোষণার পর থেকে, বিশেষ করে উত্তর গাজার এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।’
এদিকে ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের সতর্ক করে বলেছে, তারা যেন গাজা উপত্যকার উত্তর অংশে ফিরে না যায়। গাজার উত্তরের এলাকা এখনো একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র।
এক্স-এ প্রকাশিত এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদরিয়ি বলেন, ‘আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) এখনও গাজা সিটিকে ঘিরে রেখেছে, যেখানে ফিরে যাওয়া অত্যন্ত বিপজ্জনক।’
তিনি আরো বলেন, ‘নিজেদের নিরাপত্তার জন্য গাজার উত্তরাঞ্চলে ফিরে যাবেন না বা এমন এলাকায় যাবেন না, যেখানে আইডিএফ বাহিনী অবস্থান করছে বা অভিযান চালাচ্ছে। সেটা গাজা উপত্যকার দক্ষিণ ও পূর্ব অংশসহ যেকোনো স্থানে। কেবলমাত্র সরকারি নির্দেশনা জারি হওয়ার পরই সেখানে যাওয়া নিরাপদ হবে।’
এই সতর্কতা এসেছে এমন এক সময়ে, যখন ইসরায়েল ও হামাস বৃহস্পতিবার একটি গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। এই চুক্তির আওতায় কয়েক দিনের মধ্যেই জীবিত আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি, শত শত ফিলিস্তিনি বন্দির মুক্তি এবং দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গাজায় বিপুল পরিমাণ মানবিক সহায়তা প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র : এএফপি
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।