দিনাজপুরে লায়ন্স ক্লাবের বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

দিনাজপুরে লায়ন্স ক্লাবের বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

9 October, 2025 | সময়: 1:21 pm

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর লায়ন্স ক্লাবের সেবামাসের কর্মসূচীর অংশ হিসেবে ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর কলেজিয়েট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচী ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

উক্ত কর্মসূচীর উদ্বোধণ করেন দিনাজপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিঃ আমজাদ হোসেন ও সেক্রেটারী লায়ন মোঃ মোকাররম হোসেন(দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান)।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব দিনাজপুরের ট্রেজারার লায়ন মঞ্জুর-এ-রাব্বী, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান পাটোয়ারী বাবু, থার্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ শাহ আলম, ডিরেক্টর ইকবাল আহমেদ ডন, লায়ন মোঃ সাইদুর রহমান, সদস্য লায়ন মাসুদ রানা, কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাহিদুল আলম শাহ্, শিক্ষকবৃন্দ, লায়ন্স ক্লাবের এ,ও মোঃ আব্দুস সবুর সরকার ,অফিস সহকারী মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।