দিনাজপুরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে জেলা ছাত্রদল

দিনাজপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশনায় দিনাজপুরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রদল।


মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমনা পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীসহ তাদের অভিভাবকদের স্বার্থে হেল্প ডেস্ক খুলে প্রয়োজনীয় কলম, পেন্সিল,স্কেল,রাবার ও পানি সরবরাহ ব্যবস্থা করেছে জেলা ছাত্রদল।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে দিনাজপুর জিলা স্কুল ও গার্লস স্কুল সেন্টারে পরীক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে এসব বিতরণের মধ্য দিয়ে জেলা ছাত্রদলের হেল্প ডেস্ক এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউর রহমান রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হাবিব জনি,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিফাত চৌধুরী,দিনাজপুর সরকারি কলেজ ছাত্রনেতা মোঃ আহমাদুল্লাহ আল আমান সুজন, সিয়াম, পৌর ছাত্রদলের নেতা আসিফ আহসান নূর,রওনক ফারহান লাব্বিল,লহিদ,কে.বি.এম কলেজ ছাত্রদল নেতা মোঃ রাকিব আলী, পৌর ছাত্রদলের নেতা ওয়াসি আরমান শামস, দিনাজপুর সরকারি কলেজ ছাত্রনেতা মোঃ আব্দুল মান্নান,মোঃ নিদারুল ইসলাম নিশাদসহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

Join our Facebook Group

প্রসঙ্গত, জেলা ছাত্রদলের মহতী এই উদ্যোগ এস এস সি পরীক্ষা চলাকালীন বলবৎ থাকবে বলে জানিয়েছে ছাত্র সংগঠনের নেতারা।

সার্ভারে জায়গা স্বল্পতার কারনে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

Post Comment

বিশ্ব