চিরিরবন্দরে সাব রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযান
চিরিরবন্দর, দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে সাব রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযানে ৩৫ হাজার ৫ শত টাকা উদ্ধার ও অফিস সহকারিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, গতকাল ১৬ এপ্রিল বুধবার দুপুর ১২ টায় চিরিরবন্দর সাব রেজিষ্ট্রি অফিসে দিনাজপুর দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ-পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক ইসমাইল হোসেন ও খাইরুল ইসলামের যৌথ অভিযানে অফিস সহকারি দুলাল রায়ের কাছে ২৪ হাজার টাকা ও লুৎফর রহমানের কাছে ১১ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়। এসময় উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারি দুলাল রায়কে সাময়িক বরখাস্ত ও আরেক কর্মকর্তা লুৎফর রহমানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
কয়েকজন জমি ক্রেতা ও বিক্রেতা এবং নকল গ্রহিতা গ্রাহক জানান, সাব রেজিষ্ট্রি অফিসে সাব রেজিষ্ট্রার মেহেদী হাসান যোগদান করার পর থেকেই কয়েকজন দলিল লেখক, কয়েকজন নকল নবিশ দলিল রেজিষ্ট্রিসহ নকল দলিল উত্তোলনে বিভিন্ন ফি এর নাম করে সরকারি বিধি অমান্য করে অতিরিক্ত টাকা গ্রহন শুরু করেন। দলিল প্রতি সর্বনিম্না ৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা নেয়া চালু করেন।
এর ফলে জমি ক্রেতা ও বিক্রেতার মধ্যে চাপা ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ বিষয়ে দিনাজপুর দুর্নীতি দমন কার্যালয়ের কর্মকর্তাগণ ওই অফিসে নজর রাখতে শুরু করেন। অবশেষে দুদক অভিযান পরিচালনা করে। এ বিষয়ে সাব রেজিষ্ট্রার মেহেদি হাসান এর সাথে চেষ্টা করেও তার বক্তব্য নেয়া যায়নি।
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজটি ভিজিট করুন।
Post Comment