আদর্শিকভাবে সন্ত্রাসের মোকাবেলা করতে হবে এমনটি -দিনাজপুরে গোলাম রব্বানী
দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রাব্বানী দিনাজপুর কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কাহারোলে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত শ্রমিক নেতা মোঃ শরিফুল ইসলামকে ও চিরিরবন্দর উপজেলায় দুর্বৃত্তদের হামলা গুরুতর আহত শ্রমিক নেতা হাবিবুর রহমানকে দেখতে আসেন। এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন ও তাদের দ্রুত সুস্থতা কামনা করে মুনাজাত করেন।
সোমবার (১৪ এপ্রিল ২০২৫) রংপুরে সাংগঠনিক সফর শেষে নিজ জেলা বগুড়ায় যাওয়ার পথে রাত ১০ টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই শ্রমিক নেতাকে দেখতে আসেন। এ সময় হাসপাতালে উপস্থিত আমার দেশ দিনাজপুর জেলা প্রতিনিধির এক প্রশ্নের উত্তরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী বলেন, সন্ত্রাসের জবাবে সন্ত্রাস নয়, আদর্শিকভাবে সন্ত্রাস ও সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে।
কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। আমাদের নেতাকর্মীদের উপর হামলা মূলত ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, যারা সন্ত্রাসী ও বাংরাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না তারাই এ ধরনের কার্যকলাপে লিপ্ত রয়েছে। তিনি ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও লুটেরাদের অবিলম্ব গ্রেফতার করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানান।
এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, দিনাজপর শহর জামায়াতের আমীর মােঃ সিরাজুস সালেহীন, দিনাজপুর শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ রিপনসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কাহারোলে আওয়ামী লীগের একদল সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হন কাহারোল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ শরিফুল ইসলাম।এছাড়া গত ১৩ এপ্রিল রবিবার দিবাগত রাত ১১টায় চিরিরবন্দরে একদল দুর্বৃত্ত কুপিয়ে গুরুতর জখম করে চিরিরবন্দর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সম্পাদক চিরিরবন্দর উপজেলা ছাত্রমিবিরের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমানকে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কাহারোলে সন্ত্রাসী হামলায় এক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনকে ও চিরিরবন্দরে হামলার ঘটনায় একজন আটক করেছে পুলিশ।
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজটি ভিজিট করুন।
Post Comment