পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন দিনাজপুরের উপ-পরিচালক কার্যালয়ের সামনে বিক্ষোভ
দিনাজপুর প্রতিনিধি: পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন বি-২০৭৯ (জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত) দিনাজপুর অঞ্চল বিভিন্ন দাবি নিয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) দিনাজপুর অঞ্চল উপ-পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
পদোন্নতি বঞ্চিত সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি দেয়া। লেবার, চুক্তিভিত্তিক ও দৈনিক ভিত্তিক কর্মচারীদের চাকুরীতে স্থায়ীকরণ করা। উল্লেখিত দুইটি দাবি পূরণের পর নিয়োগের পরীক্ষা নেয়ার দাবিতে এই বিক্ষোভ পালন করা হয়।
২৩ এপ্রিল ২০২৫ বুধবার সকাল দশটা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টা বিক্ষোভ চলাকালে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং দিনাজপুর অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান বলেন, ১৬ বছর যাবত অত্র প্রতিষ্ঠানে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে এ সকল কর্মচারীকে স্থায়ী করণ না করে, নতুন করে কর্মচারী নিয়োগের প্রচেষ্টা চালিয়ে চালিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
অভ্যন্তরীণ পদোন্নতি প্রদান না করে ওই সকল পদে আগামী ২৬ এপ্রিল নতুন করে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এরই প্রতিবাদে আমাদের এই আজকের বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এই বিক্ষোভ কর্মসূচি সারাদেশে পালন করা হচ্ছে, সারা দেশের ন্যায় আমরাও দিনাজপুর অঞ্চলে এই কর্মসূচি পালন করছি। এই দাবি-দাওয়া মানা না হলে পরবর্তীতে কেন্দ্রীয় ঘোষিত কঠোর কর্মসূচি প্রদান করা হলে সেই কর্মসূচির দায়ভার পিডিবিএফ এর কর্তৃপক্ষকে নিতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন বি-২০৭৯ (জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত) দিনাজপুর অঞ্চলের সভাপতি ওহাব আলী, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক কুদরত আলীসহ দিনাজপুর অঞ্চলের সকল নেতৃবৃন্দ এবং সকল কর্মচারীগণ।
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজটি ভিজিট করুন।
Post Comment