গাইবান্ধায় মহিলা পরিষদের মতবিনিময়

গাইবান্ধা প্রতিনিধিঃ ‘দক্ষ সংগঠক গড়ে তুলি-সংগঠনকে সংহত করি’ এ স্লোগানে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার তরুণীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

সদরের তুলসীঘাটএলাকার ইম্পেরিয়াল স্কুলের হলরুমে মতবিনিময় সভায় বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহাফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, সহ-সাধারণ সম্পাদক লায়লা নাসরিন, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন ও সংগঠনের সদস্য কেয়া ইয়াসমিনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে। মুক্তিযুদ্ধের চেতনায় যেমন সংকট রয়েছে। তেমনি নারীর জীবনেও অনেক সংকট রয়েছে। এসব সংকট মোকাবিলায় নানা কর্মসুচি হাতে নিতে হয়। লক্ষ্য ধরে এগাতে হয়। যার ভুমিকা বাংলাদেশ মহিলা পরিষদ করে আসছে।

Join our Facebook Group

বক্তারা আরো বলেন, নারীর অধিকার হচ্ছে মানবাধিকার। এই মানবাধিকার সমাজে যতদিন প্রতিষ্ঠিত না হয়। ততদিন বাংলাদেশ মহিলা পরিষদের এসব সংগ্রাম অব্যাহত থাকবে। আগামীতে নারীদের অধিকার প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে কাজ করতে হবে। একজন দক্ষ সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তারা বর্তমান তরুণীদের সচেতন থাকা এবং নিজের অধিকার প্রতিষ্ঠায় সজাগ হওয়ার আহবান জানান।

সার্ভারে জায়গা স্বল্পতার কারনে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

Post Comment

বিশ্ব