সাঘাটায় এসএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করায় ৩ পরীক্ষার্থী বহিষ্কার
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় মোবাইল ফোন ব্যবহার করে নকল করার অভিযোগে ৩ এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার সাঘাটা পাইলট বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বহিষ্কৃত শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনদের বিরুদ্ধে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হুমকি ধামকির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সহকারী কেন্দ্র সচিব আনিছুর রহমান নিশ্চিত করেছেন।
কেন্দ্র সূত্রে জানা যায়, এসএসসি ইংরেজি ১মপত্র পরীক্ষা চলাকালীন সময়ে অভিযুক্ত পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোনে নকল করার প্রমাণ পাওয়া যায়। পরে কেন্দ্র কর্তৃপক্ষ তাৎকষণিকভাবে তাদের বহিষ্কার করে এবং তাদের ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করে।
এদিকে; এ ঘটনার পর বহিষ্কৃত শিক্ষার্থীদের অভিভাবক এবং স্বজনরা কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সহকারী কেন্দ্র সচিব আনিছুর রহমান বলেন, পরীক্ষার হলে মোবাইল নিয়ে নকল করায় ৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
সাঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম বলেন, খবর পেয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করি। পরে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেছি।
Post Comment