রংপুর মেডিকেলে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

রংপুর: “রক্তক্ষরণের সার্বজনীন চিকিৎসা হিমোফিলিয়া দিবসের প্রতিজ্ঞা”এই স্লোগানকের সামনে রেখে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ রংপুর জেলা শাখার আয়োজনে রংপুরে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


১৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে রংপুর মেডিকেল চত্বরে র‌্যালি বের করা হয়।


র‌্যালি শেষে পরিচালক কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল কাদের জিলানী, রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল করিম, ডাঃ জিয়া, মাহামুদুল হক, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক , সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, (আর.ওয়াই.সি) রংপুর বিভাগের প্রেসিডেন্ট মোঃ আকাশ মাহামুদ, সেক্রেটারী মোঃ আশরাফুল ইসলাম।

Join our Facebook Group

বক্তারা বলেন, হিমোফিলিয়া একটি বংশগত মাহাত্মক রক্তক্ষরণজনিত রোগ। শরীরের কোথাও কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ না হওয়া এই রোগে প্রধান লক্ষণ। রংপুর মেডিকেলে এই রোগের চিকিৎসা সেবা নিশিাচৎ করতে হবে। এর পেক্ষিতে হিমোফিলিয়া রোগে জীবন রক্ষার্থে সরবরাহ নিশ্চিত করতে হবে এবং মেডিকেলে হিমোফিলিয়া রোগ চিহ্নিত করা যন্ত্র স্থাপন করতে হবে।


Instagram Notice

সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজটি ভিজিট করুন।

Post Comment