পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিশাত (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো ২জন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করা হয়েছে বলে জানা গেছে।


বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নিউমার্কেটের পশ্চিমে ডাহুক ব্রিজ সংলগ্ন কাজী এন্ড কাজী টি এস্টেট গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিশাত ওই ইউনিয়নের কালদাসপাড়া (ডাঙ্গী) গ্রামের আমির হামজার ছেলে। তিনি ভজনপুর ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। অপরদিকে আহতরা হলেন, বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া (ডাঙ্গী) গ্রামের মজনুর ছেলে স্বাধীন ও উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে হোহেল রানা।


পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত নিশাত একই মোটরসাইকেলে চাচাতো ভাই স্বাধীনসহ শালবাহান বাজারে যাচ্ছিলেন। ডাহুক ব্রিজ এলাকায় পৌঁছালে একটি অটো রিকশাকে (থ্রি হুইলার) সাইট দিতে গিয়ে অপরদিক শালবাহান বাজার থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এটে তারা ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে নিশাতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর দিকে গুরুত্বর আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে উপজেলার ওই ইউনিয়নের বিট অফিসার তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনছারুজ্জামান দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

Join our Facebook Group

Instagram Notice

সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজটি ভিজিট করুন।

Post Comment