দিনাজপুর ফুলবাড়ীতে যানজটের মুল কারন অপরিকল্পিত কোচ ও বাস কাউন্টার

ফুলবাড়ী, দিনাজপুর: দিনাজপুর মটর শ্রমিক ইউনিয়নের মালিকানাধিন ১১৫ শতক জায়গায় প্রায় ৬০ বছর আগে স্থাপন করা হয় ফুলবাড়ী বাসস্ট্যান্ড। বাস শ্রমিকদের অভিযোগ পুরাতন এই বাসস্ট্যান্ডকে উপেক্ষা করে বিশেষ মহলকে সুবিধা দিয়ে রাস্তা উপরে বাস ও কোচ কাউন্টার বসানোরা ফলে সৃষ্টি হচ্ছে তীব্র জানযট।


জেলার ১৩টি উপজেলার মধ্যে ২টি উপজেলায় সরকারী ভাবে নির্ধারিত বাস স্ট্যান্ড রয়েছে। বাকী ১০টি উপজেলার মধ্যে ফুলবাড়ী শহরে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ১১৬৭ এর ১১৫ শতক জায়গায় একটি বাস স্ট্যান্ড রয়েছে। এই স্ট্যান্ডে প্রায় ৮ বছর আগে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের অর্থায়নে ১০টি ঘর নির্মান করা হয়েছে। কিন্তু ঘর গুলোতে বাস ও কোচ কাউন্টার নিয়ে আসার বিষয়ে শ্রমিক নেতাদের কোন তৎপরতা দেখতে না পেয়ে হতাশা প্রকাশ করেন সাধারন শ্রমিকেরা।


তারা বলেন আমাদের নেতারা আমাদের উন্নয়ন চায়না তারা তাদের উন্নয়নে নিয়ে শুধু ভাবে। তারা যদি আমাদের বাস স্ট্যান্ডকে চালু করে তাহলে আমাদের রুজি বৃদ্ধি পাবে। আমরা পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করতে পারবো। অপরদিকে শহরের মাঝখানে যেভাবে যানজট লাগে সেটা থেকে মানুষ মুক্তি পাবে।

ফুলবাড়ী বাসস্ট্যান্ডের শ্রমিক প্রদিপ বাবু বলেন, শ্রমিক নেতাদের তদারকির অভাবে আমাদের এতো সুন্দর ফরওয়ার্ড বাস স্ট্যান্ডের জায়গা আজ ডাস্টবিন হয়ে পড়ে আছে। আমরা চাই রাস্তার পাশে যত কাউন্টার আছে সব এখানে নিয়ে আসলে। আমাদের রুজি বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক মহাসড়কটি জানযট মুক্ত থাকবে।

Join our Facebook Group

একই কথা বলেন শ্রমিক আশরাফুল,সামেদুল,এরশাদসহ অনেকে স্থানীয় সম্মিলিত নগরিক সমাজের আহবায়ক হামিদুল হক বলেন,দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী ছোট যমুনা নদীর ব্রীজের দুই পাশে কোচ কাউন্টার থাকায় সড়কটিতে কোচ দাড় করিয়ে যাত্রী উঠা নামা করে থাকে এতে গুরুপ্তপূর্ণ এই সড়কটিতে সব সময় যানজট লেগেই থাকে । আমরা চাই এখান থেকে সকল কাউন্টার গুলো সরিয়ে বাসস্ট্যান্ডে স্থানান্তরিত করতে প্রশাসন ব্যবস্থা গ্রহন করুক।


সাবেক শ্রমিক নেতা ফারুক আহম্মেদ বলেন,আমাদের নিজস্ব যে জায়গাটা আছে এতে শহরের সব কাউন্টার গুলো এখানে স্থানান্তর করা হলে সব গুলোরই জায়গা এখানে হবে। এখানে যাতে সব কাউন্টার চলে আসে সে প্রস্তাব আমরা ইতপূর্বেই জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন বরাবর চিঠি দিয়েছি। মহাসড়কের জানযট নিরসনে প্রশাসন যদি উদ্যোগ নেন। তাহলে আমাদের এখানে কাউন্টার গুলো চলে আসবে। এতে এখানকার শ্রমিকদের উপকার হবে।

দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (১১৬৭) ফুলবাড়ী স্ট্যান্ড কমিটির সভাপতি আলহাজ্ব মহাসিন আলী সরকার বলেন,আমাদের নিজস্ব ১১৫ শতক জায়গায় আমরা বাস স্ট্যান্ড করে রেখেছি। শহরের যত্র যত্র যেসকল কোচ কাউন্টার আছে তারা যদি আমাদের স্ট্যান্ডে আসতে চায় আমরা তাদেরকে স্বাগত জানাবো।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী বলেন,দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীস্থ ছোট যমুনা ব্রীজের পার্শ্বে কোচ কাউন্টার থাকায়। জানযট লেগে থাকে। আমরা কোচ কাউন্টার গুলোকে শর্তক করবো তারা যেনে কোনভাবেই সড়কের মাঝখানে কোচ গুলো দাড় করে যাত্রী উঠা নামা না করে। এছাড়াও কোচ কাউন্টার গুলোকে স্থানান্তর করার প্রয়োজনে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আলোচান করা হবে।

Instagram Notice

সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজটি ভিজিট করুন।

Post Comment