পার্বতীপুরে ইসরাইলের পণ্য বয়কট ও গাজায় মুসলমানদের উপর ইসরাইলী গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ

পার্বতীপুর, দিনাজপুর: পার্বতীপুরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বরবর ও নৃশংস হত্যা, ধ্বংসযজ্ঞের প্রতিবাদ এবং ইসরাইলের পণ্য বয়কটের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বতীপুরের তৌহিদী জনতা ।


দিনাজপুরের পার্বতীপুরে শনিবার (১৯ এপ্রিল ) বিকালে তৌহিদী জনতার আয়োজনে পার্বতীপুর শহীদ মিনার থেকে উত্তরা সিনেমা হল রোড, খোলাহাটি রোড, মনিহারি পট্টি, কাপড় মার্কেট, জ্ঞানাঙ্কুর স্কুল মোড়, রংপুর রেলগেট হয়ে সিঙ্গার মোড় দিয়ে শহীদ মিনারে এসে শেষ হয় এবং ইসরাইলি পণ্য বয়কট লিফলেট দোকানে দোকানে বিতরণ করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


এসময় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। শাহাজাহান আলী বাদশার সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, অত্র এলাকার তৌহিদী জনতারা। বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইসরাইল ফিলিস্তিনে আমাদের মসুলমান ভাইদের উপর জুলুম অত্যাচার চালিয়ে হত্যা চালিয়ে যাচ্ছে।

তাদের এ নির্মম হত্যযজ্ঞ থেকে শিশু,নারী, বৃদ্ধসহ নিরিহ জনতা কেহই রেহায় পাচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা কেউ আর ইসরাইলী পণ্য ব্যবহার করবো না।

Join our Facebook Group

এখন থেকে কোক, ফান্টাসহ সকল ধরনের ইসরাইয়েলি পণ্য বর্জন এবং সরকারকে ইসরাইলি পণ্য আমদানী বন্ধের আহবান জানিয়ে দোকানদার ভাইদেরকেও ইসরাইলি পণ্য বিক্রি না করার জন্য অনুরোধ জানানো হয়।সবশেষে গাজায় আহত নিহতদের জন্য দোয়া পরিচালনা করে বিক্ষোভ সমাবেশের পরিসমাপ্তি ঘটে।


Instagram Notice

সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজটি ভিজিট করুন।

Post Comment