২২ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

সাজা শেষে ২২ বাংলাদেশিসহ ৫০ কারাবন্দি অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ২২ বাংলাদেশি ছাড়াও রয়েছেন ভিয়েতনামের ৯, ইন্দোনেশিয়ার ৯, পাকিস্তানের ৬, ভারতীয় ২ ও চীনা ২ নাগরিক।


সোমবার (২১ এপ্রিল) মালয়েশিয়ার জোহরবারু রাজ্যের ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ৫০ বিদেশি নাগরিকের সাজা শেষ হওয়ায় ইমিগ্রেশন আইন অনুযায়ী বন্দিদের কেএলআই ১, ২, ও সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তাদের নিজ দেশে পাঠানো হয়েছে।


মালয়েশিয়ার পেনাল কোড (আইন ৫৭৪), বিপজ্জনক ড্রাগস অ্যাক্ট ১৯৫২ (আইন ২৩৪), ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এর বিভিন্ন অপরাধে কারাভোগ শেষে দেশটির আইন অনুযায়ী তাদের কালো তালিকাভুক্ত করে ফেরত পাঠানো হয়।

Instagram Notice

সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজটি ভিজিট করুন।

Post Comment

বিশ্ব