দুবাইয়ে ‘বিগ টিকিট’ লটারি জিতলেন দুই বাংলাদেশি

দুবাইয়ে আয়োজিত জনপ্রিয় ‘বিগ টিকিট’ লটারিতে ভাগ্যবান হিসেবে নির্বাচিত হয়েছেন দুইজন বাংলাদেশি নাগরিক।


চলতি সপ্তাহের এ আয়োজনে তারা প্রত্যেকে ১ লাখ ৫০ হাজার দিরহাম করে পুরস্কার পেয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ ৫৮ হাজার টাকা।


এই দুইজনের একজন হলেন ৫২ বছর বয়সী আবু মনসুর আলী আহমেদ। ফুজাইরাহ শহরে তার একটি গাড়ির ওয়ার্কশপ রয়েছে। ১৯৯২ সালে তিনি প্রথমবারের মতো দুবাই পাড়ি জমান ও সেই বছরই ‘বিগ টিকিট’ লটারির সূচনা হয়। বন্ধুদের মাধ্যমে লটারির কথা জানতে পেরে তিনি তখন থেকেই প্রতি মাসে ২০ জনের একটি দলের সঙ্গে টিকিট কিনে আসছেন।

পুরস্কার জেতার খবর পেয়ে আবু মনসুর আনন্দে অভিভূত হয়ে পড়েন। এখনও ঠিক করেননি কীভাবে তিনি এই টাকার ব্যবহার করবেন। তবে, ভবিষ্যতে আবারও লটারিতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। তার মতে, এই সুযোগ নেওয়া উচিত, কারণ যে কেউ বিজয়ী হতে পারে।

Join our Facebook Group

অন্য বিজয়ী হলেন ৩০ বছর বয়সী কাতার প্রবাসী রহমত উল্লাহ। তিনি সেখানে সুপারভাইজার পদে কাজ করছেন। ৬ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিগ টিকিট’ সম্পর্কে জানতে পেরে তিনি ৫ জন বন্ধুর সঙ্গে মিলে টিকিট কেনা শুরু করেন। বিজয়ের খবর পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে যান। রহমত উল্লাহ জানান, পুরস্কারের অর্থ দিয়ে নিজের একটি ব্যবসা শুরু করতে চান তিনি।


গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি এপ্রিল মাসে ‘বিগ টিকিট’-এ রয়েছে ২৫ মিলিয়ন দিরহাম জেতার সুযোগ। পাশাপাশি থাকছে সাপ্তাহিক নগদ পুরস্কার, ‘বিগ উইন কনটেস্ট’ ও বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ। আরও আকর্ষণীয় অফার হিসেবে রয়েছে ‘দুটি কিনলে দুটি ফ্রি’।

প্রতি বৃহস্পতিবার ‘বিগ টিকিট’-এর সাপ্তাহিক ই-ড্র অনুষ্ঠিত হয়। এসময়, ৫জন ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

Instagram Notice

সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজটি ভিজিট করুন।

Post Comment

বিশ্ব