একমাত্র বিএনপির হাতে দেশ ও জাতী নিরাপদ, দিনাজপুর ফুলবাড়ীতে কামরুজ্জামান জামান

একমাত্র বিএনপির হাতে দেশ ও জাতী নিরাপদ, দিনাজপুর ফুলবাড়ীতে কামরুজ্জামান জামান

17 October, 2025 | সময়: 8:43 pm

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্ঠা ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিষ্টার এ কে এম ককামরুজ্জামান জামান বলেছেন একমাত্র বিএনপির হাতেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে রনাঙ্গনে যুদ্ধকরে এই দেশটাকে স্বাধীন করেছিলেন। যখনেই এ দেশ খাদের কিনারে পড়েছে, তখনেই বিএনপির হাত ধরে ঘুরে দাড়িয়েছে। বিএনপি ছাড়া এ দেশ ও জাতী আর কেউ নিরাপদ রাখতে পারেননি।

তিনি বলেন দেশে ও দেশের বাইরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। একটি গোষ্ঠী দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে আর একটি গোষি দেশে থেকে নতুন নতুন ইস্যু সৃষ্টি করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু তাদের সাথে জনগণ নাই, তাদের ষড়যন্ত্রে বিএনপির কিছুই হবে না। কারণ, দেশের ১৮ কোটি মানুষ বিএনপির পক্ষে আছে।

বিএনপির সাথে আছে গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় দিনাজপুর-৫ আসনের নির্বাচনী এলাকা ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ অডিটরিয়ামে ফুলবাড়ী উপজেলা যুবদলের কর্মি সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে জিততে পারবে না, বলে কোনদল যদি মনে করেন নির্বাচনের দরকার নেই, সেটা তাদের সমস্যা, সেটা বাংলাদেশের জনগণের সমস্যা নয়। আমাদের কথা পরিষ্কার, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন এ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মিদের সাধারন মানুষের দ্বারে দ্বারে গিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সালাম ও দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সালাম পৌছিয়ে দিতে হবে। সাধারন মানুষের আস্থা অর্জন করতে হবে।

তিনি বলেন যারা দলের নাম ব্যাবহার করে মানুষের ক্ষতিকরে চাঁন্দাবাজি দখলবাজি করে, বিএনপিতে তাদের জায়গা হবেনা। কোন সন্ত্রাসী চাঁন্দাবাজের সাথে বিএনপির কোন সম্পর্ক নাই।

তিনি বলেন সারাদেশে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ারে যারা বাধা হয়ে দাঁড়াবে, তারা ভেসে যাবে।

তিনি আরও বলেন, একটি দল এতোদিন মধু খাচ্ছেছিল, তাই তারা নির্বাচন চায় না। কারণ নির্বাচন হওয়া মানে মধু খাওয়া শেষ। দেশবাসি তাদের আর মধু খেতে দেবে না। মুখের সামনে থেকে মধু হারিয়ে যাবে, এ কারনে নির্বাচন বানচাল করতে তারা বিভিন্ন ফন্দি করছে, এ জন্য বিএনপির নেতা-কর্মিকে সজাগ থাকার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, একমাত্র বিএনপির হাতেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলেন। আর কেউ তা নিরাপদ রাখতে পারেনি ভবিষতেও পারবে না। তিনি বলেন সামনের কঠিন পরীক্ষায় জয়লাভের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র কোকো’কে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অসংখ্য মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দেয়া হয়েছে-মন্তব্য করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং উন্নয়নের কাণ্ডারী।

তিনি দেশকে শত বছর এগিয়ে নিয়েছিলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সংসদিও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে দুর্নীতির মাধ্যেমে শত বছর পিছিয়ে দিয়েছে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন। নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানার ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে জনপ্রতিনিধিত্বমূলক বাংলাদেশ।

উপজেলা যুবদলের আহবায়ক আবু সাইদ সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মিলনের সঞ্চালনায় যুবদলের কর্মি সমাবেশে প্রধান বক্ত হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্ঠা অধ্যক্ষ খুরশিদ আলম মতি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মওঃ নবিউল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, আব্দুল মজিদ মন্ডলসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দগণ সমাবেশে বক্তব্য রাখেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।