হাসপাতালে পরিণীতি, আসতে পারে সুখবর

হাসপাতালে পরিণীতি, আসতে পারে সুখবর
পূজার আগেই সুখবর দিয়েছিলেন পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা। চলতি বছরের আগস্ট মাসেই এই দম্পতি ঘোষণা করেন তাদের অনাগত সন্তানের কথা। সন্তানকে কাছে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন দুজনেই।
এর মধ্যেই সূত্রের খবর, কিছুক্ষণ আগেই হবু মা পরিণীতিকে নিয়ে দ্রুত হাসপাতালে ছুটে গিয়েছেন রাঘব।
পরিস্থিতি অনুকূলে থাকলে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই মিলতে পারে সুখবর।
মুম্বাইয়ে বেড়ে ওঠা হলেও পরিণীতির শ্বশুরবাড়ি দিল্লিতে। বিয়ের পর বেশ কয়েকবার দিল্লিতে গিয়ে থেকেছিলেন পরিণীতি। অন্তঃসত্ত্বা অবস্থায় প্রথমদিকে মুম্বাইয়ের বাড়িতেই ছিলেন।
কিছুদিন আগে উড়ে গিয়েছিলেন দিল্লিতে।
এই পরিস্থিতিতে পরিণীতিকে একা রাখতে চাইছেন না তার বাড়ির লোকেরা। দিল্লিতে সবার সঙ্গে থাকলে পরিণীতির যত্নের কোনো ত্রুটি হবে না ভেবেই তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
সূত্র : এই সময়
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।