চিরিরবন্দরে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন-স্মারকলিপি প্রদান

চিরিরবন্দরে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন-স্মারকলিপি প্রদান

19 October, 2025 | সময়: 5:29 pm

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতাসহ জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র নিকট স্মারকলিপি প্রদান করেছে।

গতকাল ১৯ অক্টোবর রবিবার সকাল ১১টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করে এবং মানববন্ধন শেষে একটি মিছিল বের করে।

মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তন চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তারা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতাসহ জাতীয়করণের দাবী করেন।

এছাড়াও ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন ও হামলায় আহত শিক্ষক-কর্মচারীদের সুস্থতা কামনা করেন। শেষে শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র নিকট স্মারকলিপি প্রদান করেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।