দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত

দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত

19 October, 2025 | সময়: 5:23 pm

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মচারীদের ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

রোববার ১৯ অক্টোবর সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার আয়োজনে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ মাস্টাররোল কর্মচারীদের বেতন সমস্যা নিরসন করা সহ ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণ এবং ২৭ মামলার নীতিমালায় ৭ মামলা অন্তর্ভুক্ত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার নির্বাহী সংসদের সভাপতি মোঃ আব্দুল মান্নান সরকার, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি মোছাঃ রাবেয়া খাতুন, মোছাঃ রুপজান, কোষাধক্ষ্য শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল নাইম শুভ, সদস্য মেহেরুল ইসলাম, আশরাফুল ইসলাম, ইয়াসিন আলী, হানিফ, হাসিবুর রহমান, মোঃ আলতাফ হোসেন সরকার, মাসুদ রানা, আশরাফুল ইসলাম, মো রাজু, রেশমা খাতুন প্রমূখ।

এসময় বক্তারা বলেন সওজ মাস্টাররোল কর্মচারীদের ৩২১১১০৪ আনুষাঙ্গিক কর্মচারী প্রতিষ্ঠান কোড হতে মাসিক ভিত্তিতে বেতন প্রদান ও দৈনিক মজুরির হার নির্ধারণ করতে হবে এবং ২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ হতে দ্রুত সময়ে পেনশন নীতিমালা চূড়ান্ত করা সহ পূর্বে ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।