রাজশাহীতে বিজিবির অভিযানে কারেন্ট জাল জব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে কারেন্ট জাল জব্দ
রাজশাহীর কাটাখালী থানার সাহাপুর মধ্যপাড়া এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৮ কেজি ভারতীয় কারেন্ট জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শাহাপুর বিওপি’র একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৬৮/২-এস হতে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাহাপুর মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ২৮ কেজি ভারতীয় কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকৃত জালের আনুমানিক সিজার মূল্য ৫৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।