তারপরও উইকেটকে দোষ দিলেন না উন্ডিজ অধিনায়ক

তারপরও উইকেটকে দোষ দিলেন না উন্ডিজ অধিনায়ক

19 October, 2025 | সময়: 9:44 pm

কোনটাকে এগিয়ে রাখবেন? শেরে বাংলার স্লো, লো আর টার্নিং পিচে দু’দলের ব্যাটারদের অনেক কষ্ট করে ব্যাটিং করা? না ওয়েষ্ট ইন্ডিজ ইনিংসের ২২ নম্বর ওভারে হোম অব ক্রিকেটের নিরাপত্তা বেষ্টনি ভেদ করে হঠাৎ দর্শকের মাঠে ঢ়ুকে পড়া? নাকি রিশাদ হোসেনের ৬ উইকেট শিকার? খুব স্বাভাবিকভাবেই লেগস্পিনার রিশাদ হোসেনের ক্যারিয়ার সেরা বোলিংটাই শেষ পর্যন্ত ম্যাচের আলোচিত ঘটনা।

গত শনিবার যে নিজেকেই ছাড়িয়ে গেলেন বাংলাদেশ লেগস্পিনার। এ ম্যাচের আগে তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার ছিল ২/৩৭। গত শনিবার শেরে বাংলায় নিজেকে ছাড়িয়ে গেলেন রিশাদ হোসেন। এদিন ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট শিকার করেন এই লেগস্পিনার।

তার স্পিন ঘূর্ণির কাছেই মূলতঃ অসহায় আত্মসমর্পন কারিবীয়দের। রিশাদের জাদুকরি স্পিন ভেলকি? না শেরে বাংলার সেই ‘টিপিক্যাল কালো পিচ’ কোনটা বাংলাদেশকে জিতিয়েছে? গত শনিবার রাতে খেলা শেষ হওয়ার পর থেকেই চলছে আলোচনা-পর্যালোচনা। খেলা শেষে সংবাদ সম্মেলনেও উঠলো নানা প্রশ্ন। উইকেট নিয়ে অনেক প্রশ্নের সম্মুখিন হলেন ওয়েষ্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।

উইকেট কেমন ছিল? খুব বাজে? ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ হারের জন্য পিচকে দায়ী না করে বলছেন, ‘হ্যাঁ উইকেট ব্যাটারদের জন্য স্বস্তির ছিল না। স্বচ্ছন্দে খেলা মোটেই সহজ কাজ ছিল না। দু’দলের ব্যাটাররাই কষ্ট করেছে।

তবে বাংলাদেশের স্পিনাররা ধারাবাহিকভাবে ভাল জায়গায় বল ফেলে সাফল্য তুলে নিয়েছে। ’ এ উইকেটে নিজেদের মানিয়ে নেয়াকেই সিরিজে ফেরার পূর্ব শর্ত বলে মানছেন শাই হোপ। তার কথা, ‘সামনের ম্যাচে আমাদের চেষ্টা থাকবে উইকেটের সাথে মানিয়ে নেয়ার।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।