শেষ মুহূর্তের গোলে জয় পেলো বার্সা

শেষ মুহূর্তের গোলে জয় পেলো বার্সা

19 October, 2025 | সময়: 9:48 pm

ম্যাচটা শেষ হতে যাচ্ছিল ১-১ গোলের সমতায়। কিন্তু একেবারে শেষ মুহূর্তে রোনাল্ড আরাউহোর ইনজুরি সময়ের গোল বার্সেলোনা নাটকীয়ভাবে জয় পেয়েছে লা লিগা। জিরোনাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষেও ফিরে এনেছে তারা।

আন্তর্জাতিক বিরতির আগে টানা দুটি পরাজয়ের পর বার্সেলোনা জয়ের জন্য মরিয়া ছিল, কিন্তু ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে হান্সি ফ্লিকের শিষ্যদের।

ম্যাচের ১৩তম মিনিটে দুর্দান্ত পাস আদান-প্রদানের পর জিরোনা ডিফেন্স ভেদ করে পেদ্রি নিচু শটে বল জালে পাঠান, বার্সেলোনাকে এগিয়ে নেন ১-০ তে। তবে মাত্র সাত মিনিট পরই জিরোনা দারুণভাবে ফিরে আসে।

বেলজিয়ান তারকা অ্যাক্সেল উইটসেল কর্নার থেকে বল ফিরে এলে বক্সে অ্যাক্রোবেটিক ওভারহেড কিকে গোল করেন, যা গোলরক্ষক সেজনির নাগালের বাইরে চলে যায়। প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধের শুরুতে জিরোনা বেশ কয়েকটি সুযোগ পায়।

ভ্লাদিস্লাভ ভানাতের শট সেভ করেন সেজনি, পরে পোর্টু একা এগিয়ে গিয়ে পোস্টে বল মারেন। ব্রায়ান গিলও একবার বার্সার ডিফেন্স ফাঁকি দিলেও শট উড়িয়ে দেন। অন্যদিকে, বার্সার মার্কাস র‌্যাশফোর্ড ফ্রি-কিকে ক্রসবারে আঘাত করেন।

দ্বিতীয়ার্ধে ফারমিন লোপেজ মাঠে নামেন এবং পোস্টে একবার শটও নেন। পাউ কুবারসি একবার গোল করলেও ফাউলের কারণে তা বাতিল হয়। ম্যাচের শেষ দিকে উত্তেজনা চরমে ওঠে। রাশফোর্ডের পেনাল্টির দাবি নাকচ করা হলে কোচ হান্সি ফ্লিক রাগে রেফারির ওপর ক্ষোভ ঝাড়েন এবং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

তার অনুপস্থিতিতেই ইনজুরি সময়ের শেষ মুহূর্তে ফ্রেঙ্কি ডি ইয়ং-এর পাস থেকে রোনাল্ড আরাউহো নিখুঁত ফিনিশিংয়ে বল পাঠান জালে, ২-১! এই জয়ে ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা লা লিগা টেবিলের শীর্ষে উঠে গেছে। এক পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ। যদিও তারা খেলেছে ৮ ম্যাচ।

খেলা শুরু হয়েছিল এক ব্যতিক্রমী দৃশ্য দিয়ে- উভয় দল কিক-অফের পর ১৫ সেকেন্ড স্থির দাঁড়িয়ে থাকে। এটি ছিল লা লিগার সিদ্ধান্তে বার্সেলোনার ডিসেম্বরের ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ মিয়ামিতে স্থানান্তরের প্রতিবাদে যৌথ উদ্যোগের অংশ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।