পাবনায় হাসপাতালে নারী রোগীকে যৌনহয়রানি, আটক ৩

পাবনায় হাসপাতালে নারী রোগীকে যৌনহয়রানি, আটক ৩

19 October, 2025 | সময়: 10:27 pm

পাবনার সেন্ট্রাল হাসপাতালে নারী রোগীর সঙ্গে যৌনহয়রানির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে ডেলিভারির জন্য ভর্তি হওয়ার পর এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই রাতে এক নারী রোগী সিজারিয়ান অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন। অপারেশনের প্রস্তুতিকালীন সময়ে হাসপাতালের এক অজ্ঞাত কর্মচারী তাকে যৌনহয়রানি করে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বজনরা প্রতিবাদ জানালে এডওয়ার্ড কলেজের ছাত্র রেদোয়ান আহমেদ শুভর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে রেদোয়ান তার সহপাঠীদের খবর দিলে ১০-১২ জন ছাত্র ঘটনাস্থলে আসে। তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় হাসপাতালের কিছু কর্মী ও বহিরাগতরা ছাত্রদের ওপর হামলা চালিয়ে চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ পাওয়া যায়।

পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতাল ঘেরাও করে ভাঙচুর চালায়, এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নির্দেশে সেন্ট্রাল হাসপাতালের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হলেন—আবুল হোসেন (৩০), আব্দুল্লাহ আল মামুন (২৪) ও মোত্তাকিন বিশ্বাস (৩৭)।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ভুক্তভোগীর স্বামী মোমিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনাটির তদন্ত চলছে এবং আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।