স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহনন

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহনন

19 July, 2025 | সময়: 6:11 pm

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা শহরে কৈগাড়ী মোড়ে স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামী সাব্বির হোসেন (২৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শহরের ব্র্যাক অফিসসংলগ্ন ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি মামলা) করা হয়েছে। আজ শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম।

সাব্বির হোসেন উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি কৈগাড়ী মোড়ে একটি চায়ের দোকানে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, সাব্বির হোসেন দুই বছর আগে ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সময় প্রেম করে সুমাইয়া খাতুনকে (২০) বিয়ে করেন। প্রায় এক মাস আগে নিজের বাড়িতে এলে পরিবার তাদের মেনে নিতে অস্বীকৃতি জানায়।

বাধ্য হয়ে স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় উঠেন তিনি। নন্দীগ্রামে আসার পর সাব্বির হোসেন হোটেল শ্রমিকের কাজ করে সংসার চালাতেন। এক সপ্তাহ আগে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের কারণে স্ত্রী সুমাইয়া ঢাকায় চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করে ব্যর্থ হন সাব্বির।

এক পর্যায়ে যন্ত্রণা সহ্য করতে না পেরে স্ত্রী সুমাইয়া খাতুনকে ভিডিও কলে রেখেই গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁসি দেন। এ সময় সুমাইয়া খাতুন ভিডিও কল কেটে প্রতিবেশীকে ফোন করে বিষয়টি জানান। প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে সাব্বির হোসেনের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহের সুরতহাল রিপোর্টসহ প্রয়োজনীয় প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরে অভিযোগ না থাকায় নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।