বগুড়ায় মুজিব মঞ্চের স্থানে নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ

বগুড়ায় মুজিব মঞ্চের স্থানে নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ
আগামী ৫ আগষ্ট বগুড়ায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ ২৪’র জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হবে। সেই কারণে বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে শহরের সাতমাথায় প্রধান ডাকঘরের সামনে মুক্ত মঞ্চের (যা পূর্বের মুজিব মঞ্চ) স্থানে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। এই স্মৃতিস্তম্ভ নির্মাণে ব্যয় হচ্ছে ১৩ লাখ ৩৩ হাজার টাকা। বগুড়ার গণপূর্ত বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০২৩ সালে ওই স্থানে জেলা পরিষদের অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে মুজিব মঞ্চ ও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ করা হয়। জুলাই-আগষ্ট আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলে ওই মঞ্চটি প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুক্ত মঞ্চ ও পরে মুক্ত মঞ্চ এবং শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ওপর জুলাই-আগষ্ট আন্দোলনে বগুড়ায় শহীদ ১৯ জনের নাম ফলক লাগায় জাস্টিস ফর জুলাই নামের সংগঠন। মুক্ত মঞ্চটিতে গত একবছর ধরে বিভিন্ন ধরনের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছিল।
জেলা গণপূর্ত বিভাগ সুত্রে জানা যায়, দেশের ৬৪টি জেলায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জে উদ্বোধন করা হয়েছে। স্মৃতিস্তম্ভের নকশা অনুযায়ী মাটি থেকে ১ ফুট উচ্চতায় ১৮ ফুট ব্যাসের গোলাকার কংক্রিটের প্লাটফর্মের ওপর বসানো হবে স্টিলের স্মৃতিস্তম্ভ, যার দৈর্ঘ্য ১৮ ফুট ও ব্যাস ৬ ফুট। স্তম্ভের ভেতরে আলো জ্বালানোর ব্যবস্থা আছে যা স্তম্ভে খোদাই করা লেখাগুলোকে আলোকিত করে তুলবে।
এর সাথে একটি বেদি সংযুক্ত যা ১.৫ ফুট চওড়া। আর এটি নির্মাণে ব্যয় হচ্ছে ১৩ লাখ ৩৩ হাজার টাকা। বগুড়া শহরের সাতমাথায় প্রধান ডাকঘরের সামনে গত ৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু করা হয়। পূর্বের মুক্ত মঞ্চ (মুজিব মঞ্চ) ও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলে বৈরি আবহাওয়াকে উপেক্ষা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ এগিয়ে চলছে।
জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার জানান, সারাদেশের ন্যায় বগুড়াতেও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ চলছে। সারাদেশে একই বাজেটে এটি নির্মাণ করা হচ্ছে। গত ৬ জুলাই বগুড়ায় কাজ শুরু হয়েছে এবং আগামী ২৫ জুলাইয়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করা হবে। যাতে আগামী ৫ আগষ্ট জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে পারেন বগুড়া জেলা প্রশাসনসহ সকল শ্রেণি পেশার সংগঠন ও সাধারণ মানুষ।
জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, জুলাই শহীদদের স্মরণে বগুড়ায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ চলছে। আগামী ৫ আগষ্ট সকালে জুলাই শহীদদের শ্রদ্ধা জানানো হবে স্মৃতিস্তম্ভে।
শহরে কোন মুক্ত মঞ্চ নেই, এমন প্রশ্নে জেলা প্রশাসক বলেন, শহরবাসী ঠিক করবে কোথায় মুক্ত মঞ্চ হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।