নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৪ নারীসহ ৬ জন নিহত হয়েছেন। বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।
আজ বুধবার (২৩ জুলাই) সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার আইড়মারী ব্রিজের পাশে শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর থেকে ঢাকাগামী হাইয়েস মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় গাড়ি থেকে দুইজনের মরদেহ বের করে করে আনেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মাইক্রোবাসটি কেটে দুইজনকে জীবিত অবস্থায় এবং ৩ জনের মরদেহ বের করে আনেন। গুরুতর আহত দুজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরো একজনের মৃত্যু হয়।
বড়াইগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনায় ট্রাক ও মাইক্রোবাসটি হাইওয়ে থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।