ব্যালন ডি’অরে মনোনয়ন না পেয়ে মুখ খুললেন রোনালদো

ব্যালন ডি’অরে মনোনয়ন না পেয়ে মুখ খুললেন রোনালদো

9 August, 2025 | সময়: 2:47 pm

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

টানা দ্বিতীয় বছরের মতো ২০২৫ সালের ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকায় জায়গা না পেয়ে পাঁচবারের এই বিজয়ী পুরস্কারটিকে একেবারে ‘কাল্পনিক’ বলে মন্তব্য করেছেন।

ফ্রান্স ফুটবল কর্তৃক বৃহস্পতিবার প্রকাশিত ৩০ জনের মনোনয়ন তালিকায় আছেন লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, আর্লিং হালান্ডসহ বিশ্বমানের তারকারা।

তবে ২০২৪ সালের মতো এবারও নেই রোনালদো ও লিওনেল মেসির নাম। বিষয়টি ভক্তদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করলেও রোনালদো স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তিনি পুরস্কারের বৈধতায় আস্থা হারিয়েছেন।

পর্তুগালের এস্টাদিও আলগার্ভে স্টেডিয়ামে রিও আভেকে ৪-০ গোলে হারানোর পর সাংবাদিকরা ব্যালন ডি’অর প্রসঙ্গে প্রশ্ন করলে রোনালদো সংক্ষিপ্ত জবাবে বলেন, ‘এটা আমার কাছে কাল্পনিক।’

ব্যালন ডি’অরের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক (৫ বার) শিরোপা জেতা এই তারকা গত কয়েক বছরে মনোনয়ন না পাওয়ার পর থেকেই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন।

২০২৪ সালের ডিসেম্বরে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে অংশ নিয়ে তিনি বলেছিলেন, রদ্রির চেয়ে ভিনিসিয়ুস জুনিয়রই প্রাপ্য ছিলেন সে বছরের ব্যালন ডি’অরের।

তখনই তিনি অভিযোগ করেছিলেন, ওইসব গালা (বিশেষ অনুষ্ঠান) সবসময় একই রকম হয়। এ জন্যই আমি গ্লোব সকার অ্যাওয়ার্ড ভালোবাসি—এগুলো বেশি বিশ্বাসযোগ্য, সৎ পুরস্কার।

এরপর গত জুনে উয়েফা নেশনস লিগের ফাইনালের আগে সাংবাদিকদের প্রশ্নে রোনালদো বলেন, এটা তারই পাওয়া উচিত, যে চ্যাম্পিয়নস লিগ জিতবে এবং আলাদা করে নজর কাড়বে।

আমি আর ব্যক্তিগত পুরস্কারে বিশ্বাস করি না, কারণ আমি জানি আড়ালে কী হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।