অভিষিক্ত হাসানের ব্যাটে ভর করে পাকিস্তানের দারুণ জয়

অভিষিক্ত হাসানের ব্যাটে ভর করে পাকিস্তানের দারুণ জয়

9 August, 2025 | সময়: 2:49 pm

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে চাপে পড়েও ৫ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান। অভিষিক্ত হাসান নেওয়াজ ও দ্বিতীয় ম্যাচ খেলতে নামা হুসেইন তালাতের অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটি দলকে উদ্ধার করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দেয়।

ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে তিন ব্যাটসম্যানের হাফসেঞ্চুরিতে ভর করে ২৮০ রান তোলে। পাকিস্তানের স্পিনাররা মাঝের ওভারে রান চেপে ধরেন, আর শেষ দিকে শাহীন শাহ আফ্রিদি (৪-৫১) ও নাসিম শাহ (৩-৫৫) মিলেই স্বাগতিকদের অলআউট করেন।

লক্ষ্য তাড়ায় পাকিস্তানের শুরুটা ছিল নড়বড়ে। সাইম আয়ুব দ্রুত ফিরলেও বাবর আজম (৪৭) ও মোহাম্মদ রিজওয়ান (৫৩) ধীরগতিতে রান তুলতে থাকেন। দুজনই আউট হলে চাপে পড়ে দল। হাতে তখনো প্রয়োজন ১০১ রান।

এই সময় ক্রিজে আসেন হাসান নেওয়াজ ও হুসেইন তালাত। শুরুতে সাবধানী ব্যাটিং করলেও ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠেন তারা। শিশিরে ভেজা বলে বোলারদের নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিলে সুযোগ কাজে লাগান দুই ব্যাটার। শেষ পর্যন্ত হাসান ৬৩ ও তালাত ৪১ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে উইকেট হারানোর পর এভিন লুইস (৬০) ও কেইসি কার্টি ৭৭ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে নেন। কিন্তু পাকিস্তানের স্পিনত্রয়ী আয়ুব, আঘা ও সুফিয়ান মুকিম মাঝের ওভারে রান চেপে ধরেন। রোস্টন চেজ (৫৩) ও শাই হোপ (৫৫) ধীরগতির ৬৪ রানের জুটি গড়লেও শেষদিকে রিভার্স সুইংয়ে আফ্রিদি ও নাসিম উইন্ডিজের টেল-এন্ড ভেঙে দেন। শেষ তিন ব্যাটসম্যান বোল্ড হয়ে ফেরেন এবং এক ওভার বাকি থাকতেই স্বাগতিকদের ইনিংস গুটিয়ে যায়।

পরের ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে পাকিস্তান।

ম্যাচটি হবে আগামীকাল (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।