পোষা বিড়ালের যত্ন: সঠিক খাবার থেকে স্বাস্থ্যবিধি, জেনে নিন সব
পোষা বিড়ালের যত্ন: সঠিক খাবার থেকে স্বাস্থ্যবিধি, জেনে নিন সব
বিশ্বে বর্তমানে পোষা প্রাণীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিড়াল। নানা ভঙ্গিমায় আদর-আহ্লাদ আর খেলাধুলায় মায়ার বাঁধনে জড়ায় এই ছোট প্রাণীটি। আমাদের দেশের প্রেক্ষাপটে- বয়স্ক মানুষ, কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ প্রায় সবার আগ্রহ রয়েছে বিড়াল পালনের প্রতি। বিশেষজ্ঞরা মনে করেন, বিড়াল পোষার নানারকম উপকারিতা আছে। যারা বিড়াল পোষেন তাদের স্ট্রেস কম থাকে, মন আনন্দে থাকে। আমাদের দেশের পেট শপগুলোতেও মেলে নানান প্রজাতির বিড়াল-যেমন দেশি, পার্সিয়ান, মিক্সড ব্রিড, বেঙ্গল, সাইবেরিয়ান ইত্যাদি। এর মধ্যে দাম ও সহজলভ্যতার কারণে দেশি ও পার্সিয়ান প্রজাতিই সবচেয়ে বেশি দেখা যায়। পোষা প্রাণীর দোকানগুলোতে তাই বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ, এমনকি কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও ভিড় লেগেই থাকে।
বিড়ালকে বিশেষ গুরুত্ব দিন
এক গণমাধ্যম সম্প্রতি ভেটেরিনারি চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে, যেভাবে মানুষের বার্ধক্যে শরীর ধীরে ধীরে দুর্বল হয়, তেমনি পোষ্যদের কিংবা বিড়ালের বয়স বাড়ার সঙ্গে নানা অসুখ-ব্যাধির ঝুঁকি বাড়ে। তাই বিড়ালের বয়স বাড়ার সঙ্গে অতিরিক্ত যত্ন নেওয়া জরুরি। যেমন-
আচরণে নজর: হঠাৎ খাওয়া কমে যাওয়া, কম হাঁটাচলা করা বা বেশি ঘুমানোর মতো লক্ষণ দেখলে সতর্ক হওয়া উচিত। এসব হতে পারে আর্থ্রাইটিস, কিডনি সমস্যা, ডায়াবেটিস বা ক্যানসারের সংকেত।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা: বাহ্যিক কোনো লক্ষণ না থাকলেও অসুখ লুকিয়ে থাকতে পারে, তাই সময়ে সময়ে স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি।
পুষ্টিকর খাবার: পোষ্যের ওজন ও স্বাস্থ্য অনুযায়ী সঠিক পরিমাণ প্রোটিন এবং ক্যালোরি নিয়ন্ত্রণ করে খাবার দেওয়া উচিত। চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
সুবিধাজনক ব্যবস্থা: অসুস্থ বিড়ালের জন্য মল-মূত্রের পাত্র ও চলাচলের সহজ ব্যবস্থা রাখতে হবে, কারণ বিড়াল পরিচ্ছন্ন প্রাণী এবং নোংরা স্থান পছন্দ করে না।
এছাড়াও বিড়ালের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ফ্লু রোগ। বিড়ালের ফ্লু টিকা শুরু করতে হবে আড়াই মাস বয়স থেকে এবং তিন মাস বয়স থেকে র্যাবিস এর টিকা দেওয়া যেতে পারে।
বলা বাহুল্য, আগের তুলনায় এখন বিড়াল পালনও বেড়েছে। বর্তমানে বিশ্বজুড়ে পোষা বিড়ালের সংখ্যা প্রায় ৩৭০ মিলিয়ন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।