আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

12 August, 2025 | সময়: 8:45 pm

আফ্রিকা জয় করে আজ দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয় যুবারা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে আফ্রিকা সফর শুরু করেছিল বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয় আজিজুল হাকিমের দল।

দেশে ফেরার পর বাংলাদেশ যুব দলকে স্বাগত জানান বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন।

ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বে ৬ ম্যাচ খেলে ৫টিতে জয় ও ১টিতে পরাজিত হয় বাংলাদেশ। একমাত্র হারটি ছিল দক্ষিণ আফ্রিকার কাছে।

ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে শিরোপার স্বাদ নেয় বাংলাদেশ।

আগামী বছর বিশ্বকাপকে সামনে রেখে এবারের আফ্রিকা সফর বাড়তি অনুপ্রেরণা দিবে বাংলাদেশের যুবাদের।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।