তাঁদের ইচ্ছা পূরণের গল্প

তাঁদের ইচ্ছা পূরণের গল্প

14 August, 2025 | সময়: 12:30 pm

আজ ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহার ‘উইশ কার্ড’। জাকারিয়া সৌখিনের পরিচালনায় নাটকটির শুটিং হয়েছে উত্তরা, আশুলিয়া গোলাপ গ্রাম, সোনারগাঁ ও কুমিল্লার দাউদকান্দি। গল্পে দেখা যাবে হৃদির বাবা বন কর্মকর্তা। ট্রান্সফার হয়ে নতুন এলাকায় এসেছেন।

হৃদি কলেজে গিয়ে প্রথম দিনই পরিচিত হয় সব চেয়ে দুষ্টু ছেলে সাদের সঙ্গে। সাদ যতটা দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি। সাদ ধীরে ধীরে হৃদির প্রেমে পড়ে যায়। কিন্তু হৃদি প্রথমদিকে সাড়া দেয় না; বরং সে এক অদ্ভুত ঘটনা ঘটায়।

সাদকে চ্যালেঞ্জ দিয়ে বলে, তাকে পেতে হলে অনেক উইশ পূরণ করতে হবে। যদি উইশগুলো পূরণ করতে পারে, তবেই হৃদি রাজি হবে। সাদ চ্যালেঞ্জে রাজি হয়।

সৌখিন বলেন, ‘ইয়াশের সঙ্গে এটা আমার প্রথম কাজ। ওর সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। কাজের ব্যাপারে খুবই মনোযোগী। সারাক্ষণ ব্যস্ত থাকে কিভাবে ভালো অভিনয় করা যায়। আর নীহা তো খুবই লক্ষ্মী একটা মেয়ে। কাজের ব্যাপারে খুবই মনোযোগী।

সত্যি বলতে ইয়াশ-নীহাকে নিয়ে নাটকটি করে খুব ভালো লেগেছে আমার।’ ইয়াশ রোহান বলেন, ‘দারুণ এনার্জেটিক একটা নাটক। সৌখিন ভাই প্রতিটি দৃশ্য এত ধরে ধরে নিখুঁতভাবে করার চেষ্টা করেছেন, দর্শক খুব পছন্দ করবে আশা করি।’

নাজনীন নীহা বলেন, ‘সৌখিন ভাইয়ার সঙ্গে আমার এটি চতুর্থ নাটক। এর আগে আমাদের মনদুয়ারী, মেঘবালিকা, লাভ রেইন দর্শক খুব পছন্দ করেছিল। আশা করি এবারও দর্শক আমাদের নাটক পছন্দ করবে। কারণ পছন্দ করার মতো যথেষ্ট এলিমেন্ট আছে নাটকে।’

নাটকটির শুটিং করতে দাউদকান্দি গিয়ে দারুণ এক অভিজ্ঞতা হয়েছে ‘উইশ কার্ড’ টিমের। সৌখিন বলেন, ‘৬ দিন শুটিং করেছি দাউদকান্দিতে। আমার মনে হয় প্রথম কোনো শুটিং সেখানে হয়েছে। আমরা শুটিং করছি জানার পর হাজার হাজার মানুষ এসেছে।

এমনকি অনেকে নাটকের দৃশ্য মোবাইলে ধারণ করে রিলসও বানিয়েছেন। অবশ্য এটা যেমন যন্ত্রণা, তেমন ভালোবাসাও। আমি কাউকে বাধা দিইনি। শুধু অনুরোধ করেছিলাম, শুটিংয়ের যেন ব্যত্যয় না ঘটে।’ ‘উইশ কার্ড’ নাটকে গান রয়েছে একটি। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার।

হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল বলেন, ‘জাকারিয়া সৌখিন বরাবরই পরিচ্ছন্ন গল্পে নাটক নির্মাণ করেন। তাই তার ওপর আস্থা রাখা যায়। ইয়াশ রোহানের সঙ্গে এটি আমাদের প্রথম নাটক। তার ভক্তরা আশা করছি পছন্দ করবেন। এ প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখেই গল্পটি বাছাই করা হয়েছে। আমরা খুব আশাবাদী, নাটকটি দর্শক পছন্দ করবে।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।