১১ মাসের ছেলেকে কোলে নিয়ে মাঠে তানজিমা

১১ মাসের ছেলেকে কোলে নিয়ে মাঠে তানজিমা

18 August, 2025 | সময়: 8:11 pm

কোর্টে লড়ছিলেন। ফাঁকে ফাঁকে তাকাচ্ছিলেন সাইডলাইনে সতীর্থের কোলে থাকা শিশু সন্তানের দিকে। খেলায় মজলেও মমতাময়ী মায়ের স্নেহ ভুলছিলেন না তানজিমা আক্তার। ম্যাচ শেষ হতেই সতীর্থের কাছ থেকে নিজের কোলে তুলে আদরে ভরিয়ে দেন ১১ মাস বয়সি ছেলে তাওহিদুল কবিরকে।

শনিবার শুরু হয়েছে জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। তানজিমা খেলছেন বাংলাদেশ পুলিশ দলের হয়ে। মাঠের বাইরে দুধের শিশুকে আর মাঠে দারুণভাবে প্রতিপক্ষকে সামলাচ্ছেন কুমিল্লার মেয়ে তানজিমা। পুলিশে চাকরি হয়েছে ২০১৭ সালে। কিন্তু হ্যান্ডবল খেলা শুরু করেন ২০২০ সাল থেকে। বর্তমানে পুলিশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। স্বামী তানভীর আহমেদও পুলিশে কর্মরত। দুজনেই ঢাকায় থাকায় ছেলেকে রেখে খেলাধুলা করতে সুবিধা হয়েছে তানজিমার।

রোববার কুষ্টিয়ার বিপক্ষে জয়ের পর তিনি বলেন, ‘মাঝে মাঝে বাবুকে রেখে খেলতে কষ্ট হয়। তারপরও সব মিলিয়ে মানিয়ে নিচ্ছি। যখন ট্রেনিংয়ে থাকি তখন ছেলেকে ওর বাবা রাখে। এছাড়া আমার আত্মীয়-স্বজনও রাখে ছেলেকে।’

তানজিমা মাঠে এলে চেষ্টা করেন ছেলেকে বুকের দুধ কম খাওয়াতে। তাছাড়া ঘরের বাইরে সবসময় ছেলেকে বুকের দুধ খাওয়ানোর মতো পরিবেশও পাওয়া যায় না। তার কথা, ‘কোথাও খেলতে এলে ওকে বুকের দুধ না দেওয়ার জন্য চেষ্টা করি। ওকে তখন ভাত খাওয়াই। আমার ছেলে একটু চঞ্চল। অন্যদের সঙ্গে বেশ দুষ্টুমি করে। আমার সতীর্থ সবাইকে ও চিনে ফেলেছে। যে কারণে সবার কাছে হাসিমুখে থাকে।’

মাঠের খেলা নয়, মাঠের বাইরেও ডিউটি করতে হয় তানজিমাকে। কখনো ছাত্রদের আন্দোলনে, কখনো রাজনৈতিক মিছিল মিটিংয়ে দায়িত্বে থাকেন। তানজিমার কথা, ‘যখন আমাদের বেশি ডিউটি থাকে তখন খেলা ক্লোজ করে ডিউটিতে যেতে হয়। রাস্তায় মিছিল, আন্দোলনে সবরকম ডিউটি করতে হয়েছে।’

পুলিশের আন্তঃবাহিনীতে হ্যান্ডবলে নিয়মিত খেলেন তানজিমা। কখনো জাতীয় দলে ডাক পাননি। তবে সুযোগ পেলে খেলতে চান জাতীয় দলের জার্সিতে, ‘অন্য সবার মতো আমারও একটিই স্বপ্ন, জাতীয় দলে খেলব। তবে ছেলে আরেকটু বড় হলে তবেই ক্যাম্পে যাব।’ তানজিমা একজন অলরাউন্ডার। একই সঙ্গে ঘরকন্না, পুলিশের চাকরি, খেলার মাঠে দুর্দান্ত পারফরম্যান্স এবং মাঠের বাইরেও লড়ছেন একজন মা হিসাবে। একজন লড়াকু মা তানজিমা সত্যিই অনেক নারী খেলোয়াড়ের জন্য অনুপ্রেরণা হতে পারেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।