ভুটানের রয়্যাল থিম্পু কলেজ ক্লাব এএফসি মহিলা চ্যাম্পিয়নশিপে খেলবে মেয়েরা

ভুটানের রয়্যাল থিম্পু কলেজ ক্লাব এএফসি মহিলা চ্যাম্পিয়নশিপে খেলবে মেয়েরা

22 August, 2025 | সময়: 10:50 am

এই তো সপ্তাহ দুয়েকও হয়নি লাওসে ছিলেন আফঈদা খাতুনরা। সেখানে মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ নিশ্চিত করে দেশে ফেরেন তারা।

বৃহস্পতিবার আবারও লাওসের বিমানে উঠলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক ডিফেন্ডার আফঈদা। তার সঙ্গে গেছেন মিডফিল্ডার স্বপ্না রানী, ফরোয়ার্ড তহুরা খাতুন, শামসুন্নাহার ও শাহিদা আক্তার রিপা।

তাদের মধ্যে শুধু আফঈদা ও স্বপ্নার নিবন্ধন হয়েছে ভুটানের ক্লাবে খেলার জন্য। তবে এবারের যাওয়া তাদের ভিন্ন কারণে।

ভুটানের রয়্যাল থিম্পু কলেজ ক্লাব এএফসি মহিলা চ্যাম্পিয়নশিপে খেলবে। গত বছর থিম্পুতে খেলেছে তারা। এবার তাদের খেলা পড়েছে লাওসে।

এদিকে বাংলাদেশ দুবার সাফ চ্যাম্পিয়ন হলেও এএফসি মহিলা চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না। অথচ, ভুটানের ক্লাব খেলছে প্রতি বছর।

গত আসরে বাংলাদেশের ঋতুপর্ণা থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন। সাবিনা খাতুন নিবন্ধন জটিলতায় মাঠে নামতে পারেননি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।