ইরানের নৌবাহিনী সামরিক মহড়া ‘ইকতেদার ১৪০৪’ সফলভাবে সম্পন্ন করেছে
ইরানের নৌবাহিনী সামরিক মহড়া ‘ইকতেদার ১৪০৪’ সফলভাবে সম্পন্ন করেছে
ইরানের নৌবাহিনী সফলভাবে সর্বশেষ সামরিক মহড়া ‘ইকতেদার ১৪০৪’ সম্পন্ন করেছে। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ভারত মহাসাগরের উত্তরাংশে ও ওমান সাগরে এই মহড়া অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী এই মহড়ায় ইরান উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌ ক্রুজ এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, যা ভূপৃষ্ঠ ও সমুদ্রের লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়। খবর মেহের নিউজের।
মহড়ার মূল পর্বে গাইডেড মিসাইল ক্রুজার ‘জেনেভেহ’ ও ডেস্ট্রয়ার ‘সাবালান’ থেকে একযোগে ‘নাসির’, ‘গাদির’ ও ‘কাদের’ নামের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এসব ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ ও জাহাজের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে।
‘কাদের’ একটি মাঝারি পাল্লার নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা সমুদ্র বা উপকূল থেকে নিক্ষেপ করা যায়। এটি উচ্চ ধ্বংসক্ষমতা ও নির্ভুল নিশানার জন্য পরিচিত।
অন্যদিকে, ‘গাদির’ হলো একটি দীর্ঘ পাল্লার, রাডার-এড়িয়ে চলতে সক্ষম জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা শত্রুপক্ষের জাহাজে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।
এই মহড়ায় ব্যবহার করা হয়েছে ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় ও সমুদ্র-ভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও। এই মহড়াটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও নৌবাহিনীর আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।